ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) কম্পিউটারে ২০১১ সালে ১৩ বার হ্যাক করে তাদের পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছিল হ্যাকাররা। আর প্রতিবার হ্যাকিংয়ে নাসার গুরুত্বপূর্ণ সব তথ্য হাতিয়ে নিয়েছিল। এসব তথ্যের মধ্যে ছিল স্পেস স্টেশন নিয়ন্ত্রণ করার কোডও। নাসার কর্মকর্তার বরাতে বিবিসি জানিয়েছে, জেট প্রোপালশন ল্যাবরেটরির (জেপিএল) পুরো নিয়ন্ত্রণও হ্যাকাররা নিয়ে নিয়েছিল। সম্প্রতি নাসার ইন্সপেক্টর জেনারেল পল কে মার্টিন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের কাছে এই তথ্য দিয়েছেন। মার্টিন জানিয়েছেন, যে আইপি থেকে হ্যাক করা হয়েছিল, সেটির উত্স ছিল চীন। এ নিয়ে তদন্ত চলছে। নাসার সাইবার নিরাপত্তা নিয়ে মার্টিন একটি প্রতিবেদন তৈরি করেছেন। তাঁর প্রতিবেদনটি জমা দিয়েছেন যুক্তরাষ্ট্রের হাউস কমিটি অন সায়েন্স, স্পেস অ্যান্ড টেকনোলজি’স সাব-কমিটি অন ইনভেস্টিগেশন অ্যান্ড ওভারসাইটের কাছে। এই কমিটি নাসার সাইবার সুরক্ষা বিষয়ে আরও পদক্ষেপ নেবে। এদিকে নাসা জানিয়েছে, প্রতিষ্ঠানটি এখন সাইবার সুরক্ষার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করেছে।