‘স্লাইড-টু-আনলক’ নামের একটি ফিচারের পেটেন্ট নিয়ে অ্যাপল ও স্যামসাং মামলা করেছিল জার্মানির আদালতে। সম্প্রতি সেই মামলা বাতিল করে দিয়েছেন আদালত। এক খবরে এই তথ্য জানিয়েছে বিবিসি। অ্যাপল ও স্যামসাংয়ের ট্যাবলেট, স্মার্টফোনে ‘স্লাইড-টু-লক’ ফিচারটি ব্যবহূত হয়। দুই পক্ষেরই দাবি ছিল যে পেটেন্টটি তাদের। কিন্তু আদালত দুই পক্ষের মামলাই বাতিল করে দিয়েছেন। স্যামসাং অবশ্য আদালতের এই রায় মেনে নিয়েছে। এদিকে অ্যাপল এখনো পর্যন্ত এ প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া জানায়নি। অ্যাপলের মামলার কারণে জার্মানিতে স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব বিক্রিতে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, এই মামলা বাতিল হওয়ার ফলে তাদের এই পণ্য বিক্রিতে আর কোনো বাধা রইল না। জার্মানি ছাড়াও বিশ্বের বেশ কিছু দেশে এই দুটি প্রতিষ্ঠান পেটেন্ট নিয়ে পরস্পরের বিরুদ্ধে মামলা লড়ছে।