নির্বাসনেই আছেন আসিফ। টানা এক মাস সংসার-সন্তান থেকে দূরে আছেন তিনি। এক মাস ধরে অবস্থান করছেন কুমিল্লায়, পৈতৃক বাসভবনে। কারণ হিসেবে আসিফ বললেন, ‘জানুয়ারির ৫ তারিখে হঠাত্ আমার গাড়িটিকে অন্য একটি গাড়ি ধাক্কা দেয়। পরের দিন ৬ জানুয়ারি মাকে নিয়ে কুমিল্লা আসার পথে আমার প্রিমিও গাড়িটিকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে আমার গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুবারই বলা যায় মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছি। কাছাকাছি সময়ে আমাদের অ্যাপার্টমেন্টের দুজন লোক হঠাত্ করেই মারা যান।’ আসিফ জানান, ‘পুরো বিষয়টি নিয়ে আমার বউ (মিতু) বেশ ঘাবড়েই গেছে। সে বলল, তুমি আপাতত ঢাকা শহর ছাড়ো। কুমিল্লায় গিয়ে মায়ের কাছে মাস খানেক থেকে আসো। মিতুর প্রস্তাবটা মধুর হওয়াতে খুব সহজে লুফে নিই।’ আসিফ আরও বলেন, গত এক যুগে নানা ধরনের নাগরিক ব্যস্ততার কারণে কুমিল্লায় একটানা এত দিন থাকা হয়নি। তবে এবার টানা এক মাস থেকে নিজেকে বেশ ফুরফুরে লাগছে। আবার যেন আমি ফিরে পেয়েছি ফেলে আসা তারুণ্য।’ গত এক মাস কুমিল্লা শহরের পুরোনো বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে আসিফ আবারও ঢাকা শহরে ফেরার জন্য প্রস্তুত হচ্ছেন। তিনি জানিয়েছেন, ‘কাল ৪ মার্চ আমার ঢাকা ছাড়ার এক মাস হবে। ইনশাআল্লাহ পরশুদিনই ঢাকায় ফিরব।’ ঢাকায় ফিরেই আসিফ নতুন করে গানের অধ্যায়ের শুরু করবেন। আসিফ বলেন, ‘আমি বলেছিলাম, চট্টগ্রামে গান করেই নতুন করে আমার পেশাগত গানের জীবন শুরু করব, তাই করতে যাচ্ছি। ২৬ মার্চ চট্টগ্রামের ফয়েস লেকে কনসার্টে গান করব। আর ৪ এপ্রিল অংশ নেব বাংলাভিশন ফোনোলাইভ কনসার্টে। এতে আমার সঙ্গে আর থাকবেন দিনাত জাহান। মঞ্চ ও টেলিভিশনে গান করার পাশাপাশি নতুন একক অ্যালবাম 'এক্স্-প্রেম' এর কাজ চলবে বলেও জানিয়েছেন আসিফ।