বদলে গেছেন বলিউড তারকা বিপাশা বসু। উবে গেছে তাঁর খিটখিটে মেজাজ। এখন তিনি নরম-সরম অন্য এক বিপাশা, যিনি সবার মধ্যে ভালোবাসা বিলি করে যাচ্ছেন। বিপাশার এই বদলে যাওয়ার খবর দিয়েছেন জোড়ি ব্রেকার্স ছবির একজন ইউনিট কর্মী। তিনি জানান, বিপাশা এখন পুরোপুরি বদলে গেছেন। শুটিংয়ের সেটে ইউনিটের কর্মীদের সঙ্গে তিনি এত ভালো ব্যবহার করছেন যে সবাই তাঁকে ভালোবাসতে শুরু করেছে। কেউ ধারণাই করতে পারেনি রগচটা বিপাশা এমন বদলে যাবেন। ওই কর্মী জানান, বিপাশা ছবির সেটে কর্মীদের উপহার দিচ্ছেন। এতে অনেকেই খুশি। তবে এই উপহারই যে খুশির কারণ তা নয়। তাঁর সুন্দর ব্যবহারই সবার মন জয় করার মূল কারণ। টাইমস অব ইন্ডিয়া। পাঠকের মন্তব্য