IF LIKE OUR NEWS.PLS LIKE US OUR SIDEBAR FACEBOOK PAGE.

2/25/12

জুটি হচ্ছেন মাধুরী-অক্ষয়

সবকিছু ঠিক থাকলে এবারে তামিল ছবি ‘কো’-র হিন্দি রিমেকে জুটি হিসেবে দেখা যাবে মাধুরী দীক্ষিত ও অক্ষয় কুমারকে। ছবিটি পরিচালনা করছেন বলিউডের প্রখ্যাত চিত্রপরিচালক প্রকাশ ঝাঁ। ইতিমধ্যেই ছবিটির চিত্রনাট্য নিয়ে মাধুরীর সঙ্গে আলোচনায় বসেছিলেন অক্ষয়। এক খবরে টিএনএন জানিয়েছে, ছবিটির চিত্রনাট্য মাধুরীর খুবই পছন্দ হয়েছে এবং ছবিটিতে কাজের ব্যাপারে নিজের উচ্ছ্বাসের কথাও জানিয়েছেন বলিউডের এক সময়ের পর্দা কাঁপানো এই অভিনেত্রী। নিজের প্রযোজনা সংস্থা হরি ওম প্রডাকশনসের ব্যানারে ছবিটি প্রযোজনার পাশাপাশি এর প্রধান চরিত্রেও অভিনয় করবেন ‘খিলাড়ি’ তারকা অক্ষয় কুমার। সম্প্রতি ‘কো’ ছবির স্বত্বও কিনে নিয়েছেন তিনি। ছবির প্রধান দুটি নারী চরিত্রে শুরুতে কারিনা কাপুর ও ক্যাটরিনা কাইফকে নেওয়ার পরিকল্পনা হয়েছিল। কিন্তু পরে মাধুরীর সঙ্গে আলোচনায় বসেন অক্ষয়। এখন পর্যন্ত চুক্তি স্বাক্ষর না করলেও, ছবিটিতে কাজের আগ্রহ প্রকাশ করেছেন মাধুরী। চলতি বছরেই ছবিটির কাজ শুরু হবে। রাজনৈতিক থ্রিলারধর্মী তামিল ছবি ‘কো’ পরিচালনা করেছিলেন কে ভি আনন্দ। ছবিটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছিলেন জিভা ও কার্তিকা নায়ার। গত বছরই ছবিটি মুক্তি পেয়েছিল।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More