IF LIKE OUR NEWS.PLS LIKE US OUR SIDEBAR FACEBOOK PAGE.

2/19/12

সবচেয়ে ধনী ব্রিটিশ তারকা সিমন কোয়েল

স্যার এলটন জন, অ্যাডেলে ও ডেভিড বেকহ্যামকে পেছনে ফেলে যুক্তরাজ্যের সবচেয়ে ধনী তারকা নির্বাচিত হলেন সিমন কোয়েল।
সম্প্রতি ২০১১ সালের ১০০ ধনী ব্রিটিশ তারকার নামের তালিকা প্রকাশ করেছে ‘ওকে’ ম্যাগাজিন। গত বছর ৫৭ মিলিয়ন পাউন্ড আয় করে এই তালিকার প্রথম স্থানটি দখল করে নিয়েছেন ৫২ বছর বয়সী মিউজিক মোগল সিমন কোয়েল। এই বিশাল অঙ্কের অর্থের বেশির ভাগই এসেছে সিমন প্রযোজিত ‘দ্য এক্স ফ্যাক্টর’ ও ‘গট ট্যালেন্ট’ টিভি শো থেকে।
তালিকায় সিমন কোয়েলের পরের অবস্থানেই রয়েছে রক ব্যান্ড ইউ টু। ২০১১ সালে ৫৫ মিলিয়ন পাউন্ড আয় করেছে ব্যান্ডটি। ৪০ মিলিয়ন পাউন্ড আয় করে তৃতীয় স্থান অর্জন করেছেন স্যার এলটন জন ও ব্যান্ডদল টেক দ্যাট। এর পরের অবস্থানেই রয়েছেন এবারের ছয় গ্র্যামি বিজয়ী কণ্ঠশিল্পী অ্যাডেলে। ২৮ মিলিয়ন পাউন্ড আয় করে সর্বাধিক আয়কারী তারকা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ডেভিড বেকহ্যাম।
তালিকায় সেরা দশের মধ্যে আরও রয়েছেন ‘হ্যারি পটার’ তারকা ড্যানিয়েল র্যাডক্লিফ ও ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকা কিইরা নাইটলি; ২০১১ সালে তাঁদের আয়ের পরিমাণ ছিল যথাক্রমে ২২ মিলিয়ন ও ১২ মিলিয়ন পাউন্ড।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More