প্রথম আলো
কম্পিউটার
প্রিন্ট আউটে দেওয়া খেলোয়াড় তালিকার প্রথম নামটাই তামিম ইকবালের। তার পরও
নিজের মাঠে বিপিএলের প্রথম ম্যাচে খেলতে পারলেন না চট্টগ্রাম কিংসের আইকন
খেলোয়াড়। প্রথমে তাঁর নাম থাকলেও নামের পাশে ছিল একটা ক্রস চিহ্ন। খেলোয়াড়
তালিকার ১৩ নম্বরে যিনি ছিলেন, সেই জহুরুল ইসলামের নামের পাশে দেওয়া টিক
চিহ্ন। তার মানে, একেবারে শেষ মুহূর্তে তামিমকে বাদ দিয়ে খেলানো হলো জহুরুল
ইসলামকে।
তামিমের না খেলার ব্যাপারে চিটাগং কিংসের দেওয়া আনুষ্ঠানিক ব্যাখ্যায়ও সেটাই বলা হয়েছে। দলের মিডিয়া ম্যানেজার আতিফ আযম ম্যাচ চলাকালে প্রেসবক্সে এসে বলেছেন, ‘তামিমের এই ম্যাচে খেলার কথা ছিল। কিন্তু ম্যাচ শুরুর আগে তামিম দলের ম্যানেজার নাসির আহমেদকে জানান, কুঁচকিতে আবার ব্যথা অনুভব করছেন। তাই একেবারে শেষ মুহূর্তে তাঁর পরিবর্তে জহুরুল ইসলামকে দলে নেওয়া হয়েছে।’ ম্যাচ শেষে তামিমের মুখেও প্রতিধ্বনিত হলো মিডিয়া ম্যানেজারের ব্যাখ্যাটাই, ‘আমার খেলারই কথা ছিল। কিন্তু ম্যাচের আগে ওয়ার্মআপে কুঁচকির ব্যথাটা বেড়ে যায় বলেই খেলতে পারিনি। আর খেলতে পারছি না ভেবে আমি একটু ইমোশনাল হয়ে পড়ি।’
কাল খেলা শুরুর আগে যখন আনুষ্ঠানিকভাবে দল দেওয়া হলো, তখন তামিমের আবেগময় প্রতিক্রিয়া বলে দিচ্ছিল, বাদ পড়ায় তিনি বিস্মিত। আবেগাপ্লুত হয়ে কেঁদেই ফেলেন জাতীয় দলের ওপেনার। তাঁকে কথা বলতে দেখা যায় দলের কোচ খালেদ মাহমুদ ও সতীর্থ জহুরুলের সঙ্গে।
বিপিএলে এখন পর্যন্ত একটাই ম্যাচ খেলেছেন তামিম।্র৩ রান করেছেন। এর পর থেকে টানা পাঁচ ম্যাচে বসে থাকলেন মাঠের বাইরে। দল থেকে তাঁর না খেলার কারণ কুঁচকির সমস্যা বলা হলেও নানা সূত্রের খবর, দলের টেকনিক্যাল ডিরেক্টর ডিন জোন্স ও ব্যাটিং কোচ মাইকেল বেভানের সঙ্গে শীতল সম্পর্ক যাচ্ছে তাঁর। তবে বরিশাল বার্নার্সের বিপক্ষে ম্যাচের পর ডিন জোন্স সংবাদ সম্মেলনে এসে বলেছিলেন, তামিমের সঙ্গে তাঁর কোনো সমস্যা নেই। কুঁচকির সমস্যাই তাঁর না খেলার কারণ।
তামিমের না খেলার ব্যাপারে চিটাগং কিংসের দেওয়া আনুষ্ঠানিক ব্যাখ্যায়ও সেটাই বলা হয়েছে। দলের মিডিয়া ম্যানেজার আতিফ আযম ম্যাচ চলাকালে প্রেসবক্সে এসে বলেছেন, ‘তামিমের এই ম্যাচে খেলার কথা ছিল। কিন্তু ম্যাচ শুরুর আগে তামিম দলের ম্যানেজার নাসির আহমেদকে জানান, কুঁচকিতে আবার ব্যথা অনুভব করছেন। তাই একেবারে শেষ মুহূর্তে তাঁর পরিবর্তে জহুরুল ইসলামকে দলে নেওয়া হয়েছে।’ ম্যাচ শেষে তামিমের মুখেও প্রতিধ্বনিত হলো মিডিয়া ম্যানেজারের ব্যাখ্যাটাই, ‘আমার খেলারই কথা ছিল। কিন্তু ম্যাচের আগে ওয়ার্মআপে কুঁচকির ব্যথাটা বেড়ে যায় বলেই খেলতে পারিনি। আর খেলতে পারছি না ভেবে আমি একটু ইমোশনাল হয়ে পড়ি।’
কাল খেলা শুরুর আগে যখন আনুষ্ঠানিকভাবে দল দেওয়া হলো, তখন তামিমের আবেগময় প্রতিক্রিয়া বলে দিচ্ছিল, বাদ পড়ায় তিনি বিস্মিত। আবেগাপ্লুত হয়ে কেঁদেই ফেলেন জাতীয় দলের ওপেনার। তাঁকে কথা বলতে দেখা যায় দলের কোচ খালেদ মাহমুদ ও সতীর্থ জহুরুলের সঙ্গে।
বিপিএলে এখন পর্যন্ত একটাই ম্যাচ খেলেছেন তামিম।্র৩ রান করেছেন। এর পর থেকে টানা পাঁচ ম্যাচে বসে থাকলেন মাঠের বাইরে। দল থেকে তাঁর না খেলার কারণ কুঁচকির সমস্যা বলা হলেও নানা সূত্রের খবর, দলের টেকনিক্যাল ডিরেক্টর ডিন জোন্স ও ব্যাটিং কোচ মাইকেল বেভানের সঙ্গে শীতল সম্পর্ক যাচ্ছে তাঁর। তবে বরিশাল বার্নার্সের বিপক্ষে ম্যাচের পর ডিন জোন্স সংবাদ সম্মেলনে এসে বলেছিলেন, তামিমের সঙ্গে তাঁর কোনো সমস্যা নেই। কুঁচকির সমস্যাই তাঁর না খেলার কারণ।