বলিউড তারকা শাহরুখ খানের দুনিয়াজুড়ে কত ভক্ত, কোনো ইয়ত্তা নেই। এর পরও নিয়মকানুনের কাছে কোনো ছাড় নেই তাঁর। সম্প্রতি লন্ডনের পুলিশ অজ্ঞাত বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে তাঁকে। ঘটনার ঘনঘটা যশ চোপড়ার নতুন ছবি ঘিরে। ছবিতে শাহরুখের সঙ্গে ক্যাটরিনা কাইফও রয়েছেন। রয়েছেন আনুশকা শর্মা। কয়েক দিন ধরে ছবির শুটিং চলছে লন্ডনে। ছবির কোনো ফুটেজ বা ছবি যাতে অনলাইনে যেতে না পারে, এ জন্য কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। একই কারণে লন্ডন পুলিশও তৎপর। কোনো ভক্তকে শুটিংয়ের স্থানে গিয়ে ছবি তুলতে দিচ্ছে না তারা। তাদের এ নিয়মিত কর্মকাণ্ডের অংশ হিসেবে সেদিন শাহরুখের গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। দৃশ্যত তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়। তবে এর কারণ জানা যায়নি। কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে খানিকক্ষণ কথা বলে আরেক গাড়িতে করে চলে যান শাহরুখ। টিএনএন।