বিজ্ঞানীরা
এখনো কোনো এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীর খোঁজ পাননি। তবে ইলেকট্রনিক
পণ্যনির্মাতা আসুসের সাম্প্রতিক ওয়ারেন্টির শর্তের সঙ্গে ভিনগ্রহের
প্রাণীকে জড়িয়েছে আসুস! ওয়ারেন্টির শর্তে উল্লেখ করা হয়েছে, যদি ভিনগ্রহের
কোনো প্রাণীর আক্রমণে আসুসের কোনো পণ্য ক্ষতিগ্রস্ত হয়, সে ক্ষেত্রে
ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।
ইলেকট্রনিক পণ্যনির্মাতা প্রতিষ্ঠান কোনো ইলেকট্রনিক পণ্য কেনার সময় ওয়ারেন্টির বৈধতার বিষয়ে নির্দিষ্ট কিছু শর্ত জুড়ে দেয়। আসুস তাদের ওয়ারেন্টির বৈধতা বিষয়ে সম্ভব-অসম্ভব সব ধরনের শর্তই জুড়ে দিয়েছে। এই শর্তগুলো ঠিক মজা করার জন্য দেওয়া হয়নি। ওয়ারেন্টির বৈধতায় এই শর্ত আসুস মেনে চলে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ব্লগ গিজমোডো ও পিংডম আসুসের ওয়ারেন্টির অদ্ভুত এ শর্তটি সবার নজরে এনেছে। আসুসের ওয়ারেন্টির শর্তটি যিনি লিখেছেন, তিনি কেন এমন শর্ত লিখেছেন, তা নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে বলেই ব্লগ সাইটগুলোতে লেখা হয়েছে।
আসুসের ওয়ারেন্টির শর্তে লেখা রয়েছে, ‘প্রাকৃতিক দুর্যোগ, ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবে নষ্ট করে ফেলা, মারামারি, ভিনগ্রহের প্রাণীর আক্রমণ, অপব্যবহার, অবহেলা, সঠিক উপায়ে রক্ষণাবেক্ষণ না করা বা অনুপযুক্ত পরিবেশে ব্যবহার করা হলে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।’
ইলেকট্রনিক পণ্যনির্মাতা প্রতিষ্ঠান কোনো ইলেকট্রনিক পণ্য কেনার সময় ওয়ারেন্টির বৈধতার বিষয়ে নির্দিষ্ট কিছু শর্ত জুড়ে দেয়। আসুস তাদের ওয়ারেন্টির বৈধতা বিষয়ে সম্ভব-অসম্ভব সব ধরনের শর্তই জুড়ে দিয়েছে। এই শর্তগুলো ঠিক মজা করার জন্য দেওয়া হয়নি। ওয়ারেন্টির বৈধতায় এই শর্ত আসুস মেনে চলে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ব্লগ গিজমোডো ও পিংডম আসুসের ওয়ারেন্টির অদ্ভুত এ শর্তটি সবার নজরে এনেছে। আসুসের ওয়ারেন্টির শর্তটি যিনি লিখেছেন, তিনি কেন এমন শর্ত লিখেছেন, তা নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে বলেই ব্লগ সাইটগুলোতে লেখা হয়েছে।
আসুসের ওয়ারেন্টির শর্তে লেখা রয়েছে, ‘প্রাকৃতিক দুর্যোগ, ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবে নষ্ট করে ফেলা, মারামারি, ভিনগ্রহের প্রাণীর আক্রমণ, অপব্যবহার, অবহেলা, সঠিক উপায়ে রক্ষণাবেক্ষণ না করা বা অনুপযুক্ত পরিবেশে ব্যবহার করা হলে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।’