চট্টগ্রামে নাসির উদ্দিন মাহমুদ প্রথম আলোকে গতকাল বুধবার জানান, গত বছরের ১৪ ডিসেম্বর স্পেস ল্যাবে তার পরীক্ষাটি পাঠান। এই প্রতিযোগিতায় পাঁচ বিচারকের প্রধান ছিলেন বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিনস।
প্রতিযোগিতার বিষয় ছিল পৃথিবীতে একরকম, মহাশূন্যে অন্য রকম ফলাফল আসার সম্ভাবনা রয়েছে এমন বিষয়ে তত্ত্ব ও পরীক্ষা তুলে ধরতে হবে। নাসির তার বন্ধু শোয়াইবুল ইসলামকে তার কাজের সহযোগী হিসেবে নেন।
নাসিরের পরীক্ষার বিষয় ছিল অনেকটা এরকম—একই ভরের দুটি বস্তুকে একটি ব্যাগে বিপরীত দিক থেকে পরস্পরের দিকে ঘুরিয়ে দেওয়া হলে পৃথিবীতে তারা কখনো একসঙ্গে যুক্ত হবে না। কিন্তু শূন্য অভিকর্ষে (গ্র্যাভিটি) তাদের পরস্পরের সঙ্গে আজীবনের মতো যুক্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়।
নাসির উদ্দিন মাহমুদকে ভোট দিতে যেতে হবে goo.gl/NxHCW ঠিকানার ওয়েবসাইটে। এখানে তার ভিডিওটা এলে ডান পাশে ভোট দেওয়ার বাটনে ক্লিক করলেই ভোট দেওয়া হয়ে যাবে।-shaid