বিপিএলের
আজকের নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের ‘বি’ ক্যাটাগরির তালিকা থেকে কোনো দল
পাননি জাতীয় ক্রিকেট দলের দুই নিয়মিত খেলোয়াড় শাহাদাত হোসেন ও রকিবুল
হাসান। নিলাম সঞ্চালক তাঁদের নাম ঘোষণা করলেও কোনো ফ্র্যাঞ্চাইজিই এই দুই
ক্রিকেটারকে কেনার আগ্রহ দেখায়নি।
তবে এই ক্যাটাগরিতে থাকা অন্য বাংলাদেশি ক্রিকেটাররা নিজেদের তাঁবু খুঁজে পেয়েছেন। এই তালিকায় রকিবুল ও শাহাদাত ছাড়াও ছিলেন নাজিমউদ্দিন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ সোহরাওয়ার্দী, রুবেল হোসেন, শফিউল ইসলাম, নাজমুল হোসেন, ফরহাদ রেজা, মোহাম্মদ মিঠুন, জহুরুল ইসলাম ও নাঈম ইসলাম।
এঁদের মধ্যে ৮৫ হাজার ডলারে নাজিমউদ্দিনকে কিনেছে ঢাকা গ্ল্যাডিয়েটরস; ইলিয়াসকে ৭৫ হাজার ডলারে ঢাকা; রুবেলকে ৭০ হাজার ডলারে সিলেট; শফিউলকে ৬৫ হাজার ডলারে খুলনা রয়েল বেঙ্গল এবং নাজমুলকে ৪৫ হাজার ডলারে ঢাকা কিনে নিয়েছে। এ ছাড়া মোহাম্মদ মিঠুনকে ৮০ হাজার ডলারে বরিশাল বার্নার্স; জহুরুল ইসলামকে এক লাখ ১০ হাজার ডলারে চিটাগং কিংস এবং নাঈম ইসলামকে ৯০ হাজার ডলারে সিলেট রয়্যালস কিনে নিয়েছে।
তবে এই ক্যাটাগরিতে থাকা অন্য বাংলাদেশি ক্রিকেটাররা নিজেদের তাঁবু খুঁজে পেয়েছেন। এই তালিকায় রকিবুল ও শাহাদাত ছাড়াও ছিলেন নাজিমউদ্দিন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ সোহরাওয়ার্দী, রুবেল হোসেন, শফিউল ইসলাম, নাজমুল হোসেন, ফরহাদ রেজা, মোহাম্মদ মিঠুন, জহুরুল ইসলাম ও নাঈম ইসলাম।
এঁদের মধ্যে ৮৫ হাজার ডলারে নাজিমউদ্দিনকে কিনেছে ঢাকা গ্ল্যাডিয়েটরস; ইলিয়াসকে ৭৫ হাজার ডলারে ঢাকা; রুবেলকে ৭০ হাজার ডলারে সিলেট; শফিউলকে ৬৫ হাজার ডলারে খুলনা রয়েল বেঙ্গল এবং নাজমুলকে ৪৫ হাজার ডলারে ঢাকা কিনে নিয়েছে। এ ছাড়া মোহাম্মদ মিঠুনকে ৮০ হাজার ডলারে বরিশাল বার্নার্স; জহুরুল ইসলামকে এক লাখ ১০ হাজার ডলারে চিটাগং কিংস এবং নাঈম ইসলামকে ৯০ হাজার ডলারে সিলেট রয়্যালস কিনে নিয়েছে।